Breaking News
Home / জাতীয় / আগৈলঝাড়ায় মতুয়া সম্প্রদায়ে ভিন্ন মাত্রায় মুজিববর্ষ উদযাপন

আগৈলঝাড়ায় মতুয়া সম্প্রদায়ে ভিন্ন মাত্রায় মুজিববর্ষ উদযাপন

আগৈলঝাড়া প্রতিনিধি: ভিন্ন মাত্রায় মুজিববর্ষ উদযাপন করেছে বরিশালের আগৈলঝাড়ার আন্তর্জাতিক মতুয়া মিশন সদস্যরা। মুজিববর্ষ উপলক্ষে ধর্মীয় আচার-বিধি পালনের জন্য ২৫টি মতুয়া দলের প্রধানদের হাতে ২টি করে মোট ৫০টি ডাংকা ও একটি করে কাঁসি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরে প্রাঙ্গনে বিষ্ণু মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র হালদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসকল বাদ্যযন্ত্র মতুয়া দলীয় প্রধানদের হাতে তুলে দেয়া হয়।

বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস এর উদ্যোগে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, মতুয়া রতœ নিত্যানন্দ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের মতুয়া দলীয় প্রধান বিপুল হালদার, পশ্চিম পয়সা গ্রামের শোভা বৈদ্য, রাজাপুরের পলাশ অধিকারী, আন্ধারমানিক গ্রামের রমনী কান্ত জয়ধর, পাকুরিতা গ্রামের কৃষ্ণ কান্ত সরকার, বাকাল গ্রামের বিমল সরকার, পূর্বপয়সা গ্রামের সুরেন্দ্র নাথ মন্ডল, নিরোদ বরণ হালদার, সরবাড়ী গ্রামের কালীপদ রায়, বড়মগড়া গ্রামের বিবেক মন্ডল, দিলীপ পান্ডে, উত্তর বড়মগড়া গ্রামের দুর্যোধন শিকারী, জলিরপাড় গ্রামের উত্তম কিত্তুনীয়া, ফুল্লশ্রী গ্রামের সত্য রঞ্জন হালদার, পূর্ব কোদালধোয়া গ্রামের সুরেণ বালা, ডুমুরিয়া গ্রামের পুলিন বাড়ৈ, কোদালধোয়া গ্রামের রিপন পান্ডে, পূর্ব কেদালধোয় গ্রামের বিষ্ণুপদ হালদার, আমবাড়ির স্বপন বৈষ্ণব, শচীন্দ্র নাথ হালদার, নওয়াপাড়া গ্রামের খোকন বালা, গৌরাঙ্গ লাল বৈদ্য, মধ্য কোদালধোয়া গ্রামের বিশ্বনাথ পান্ডে, কদমবাড়ির গৌরাঙ্গ অধিকারী।

About admin

Check Also

করোনায় দেশে প্রথম একজনের মৃ’ত্যু, নতুন করে ৪জন আ’ক্রান্ত

করোনায় আ’ক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃ’ত্যু এবং নতুন করে ৪জন আ’ক্রান্ত হয়েছে। ১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *