Breaking News
Home / সারাদেশ / তাবলীগ জামাতের সদস্যদের জঙ্গি ও চোর বলে আখ্যায়িত করলেন ডাক্তার মামুনুর

তাবলীগ জামাতের সদস্যদের জঙ্গি ও চোর বলে আখ্যায়িত করলেন ডাক্তার মামুনুর

তাবলীগ জামাতের সদস্যদের জঙ্গি ও চোর বলে আখ্যায়িত করলেন ডাক্তার মামুনুর

ইসলামের তাবলীগের জামাতের সদস্যদের জঙ্গি ও চোর বলে বিরূপ মন্তব্য করেছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রহমান বলে অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকায় মুসুল্লীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার সকালে তাবলীগ জানা গেছে, জামাতের দুজন সদস্য তার ব্যক্তিগত কার্যালয়ে ইসলামের দাওয়াত দিতে গেলে এমন মন্তব্য করেন তিনি। ভোরে পৌরশহরের শিবগঞ্জের একটি জামে মসজিদে তিনদিনের তাবলীগ জামাতের কার্যক্রম শেষ করে ১৫ সদস্যের একদল চিল্লার সাথী হাসপাতাল জামে মসজিদ অবস্থান নেয়। মসজিদ কর্তৃপক্ষ
এবং হাসপাতাল কয়জনের সাথে কথা বলে প্রাথমিকভাবে থাকার জন্য দুজন সদস্য অনুমতির
নিতে গেলে এই হেনস্থার শিকার হন তারা।

বিকেলের মধ্যে হাসপাতাল মসজিদ ছেড়ে দেওয়ার
নির্দেশ দেন মসজিদ কমিটির সভাপতি ডাঃ মামুনুর।
গত ২০ আগস্ট বরিশালের আগৈলঝাড়া উপজেলার থেকে শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার
১৫ জনের একটি তাবলীগ জামাত ঢাকার কাকরাইল মসজিদে অবস্থান করে।

পরে দিন ২১শে আগস্ট কাকরাইল মসজিদের ও আলেমগণ ৪১ দিনের চিল্লার জন্য নেত্রকোনার দুর্গাপুরে পাঠান তাদের। ২১শে আগস্ট মধ্যরাতে দুর্গাপুরের মার্কাস মাদ্রাসার চত্বরে এসে পৌঁছান।

এখানে তিনদিনের ইসলামিক দাওয়াত শেষে নতুন করে পৌর শহরের শিবগঞ্জ ও কুল্লাগড়া ইউনিয়নের ৬
মসজিদে ১৮ দিন শেষে ৭ম মসজিদ হিসেবে হাসপাতাল মসজিদে অবস্থান নেন তারা। এই
মসজিদ ছাড়াও উপজেলার আরো ০৭টি মসজিদে মোট ৪১ দিন অবস্থান শেষে নিজ এলাকায় ফিরে
যাওয়ার কথা রয়েছে তাদের।

কিন্তু মাঝ পথে এসেই মসজিদে অবস্থান নিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যায়
পড়েন তারা। একদিকে যেমন তাদের মসজিদে থাকা নিয়ে অনিশ্চিত পড়েছেন তেমনি ধর্মীয়
দাওয়াত পৌঁছে দেওয়া নিয়েও বাঁধার সৃষ্টি হয়েছে।

এদিকে বিষয়টি জানাজানির পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উপজেলার আলেম-
উলামা ও স্থানীয় মুসল্লিদের মাঝে। ইসলামের গুরুত্বপূর্ণ এই কাজ নিয়ে বিরূপ মন্তব্য করায়
আঘাত প্রাপ্ত হয়েছেন সকলেই।

ঘটনাটি শোনার পর স্থানীয় কয়েকজন সাংবাদিক দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রহমানের কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে কথা তার অবস্থান জেনে দেখা যায় সরকারী অফিস চলাকালীন সময় তাহমিনা
ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখেয় ব্যস্ত তিনি ‌।

ব্যক্তিগত চেম্বারে গিয়ে তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্যের কারন জানতে চাইলে ডাক্তার
মামুনুর রহমান বলেন, তাবলীগ জামাত হাসপাতাল মসজিদে থাকার কোন সুযোগ নাই। তাবলীগ
জামাতের অনেক ইতিহাস আমার জানা আছে।

সারাটাজীবন গেছে উপজেলা হেলথ কমপ্লেক্সে
চাকরি করে। এখানে প্রথমে তারা অনাচার করে, মসজিদের বাথরুম নষ্ট করে রাখে। আরেকটা হল
আমাদের কিছু জিনিসপত্র চুরি হইছে তাবলীগের লোকজন আসে সবাই তো এক মন মেজাজের
না। কিছু কিছু লোক থাকে যারা জঙ্গি সংগঠনের সাথে রিলেটেড থাকে।

যারা কিনা আইসা জঙ্গী তৎপরতা এবং বিভিন্ন ইনফরমেশন লীক করে। এইসব কারণে আমি হাসপাতাল
মসজিদে তাবলীগ জামাতের থাকার কোনো অনুমতি দিতে পারব না।

এই সমস্যা গুলা আরো অনেক জায়গায় ঘটছে সেটা কি না আমি নিজে সাক্ষী। এগুলার অনেক এভিডেন্স আছে বলেই আমি বলছি।।

About admin

Check Also

হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ

হিট স্ট্রোক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *