Breaking News
Home / অন্যান্য / ৩ কলেজছাত্রীর করোনা শনাক্ত, বন্ধ হলো আবাসিক হল

৩ কলেজছাত্রীর করোনা শনাক্ত, বন্ধ হলো আবাসিক হল

৩ কলেজছাত্রীর করোনা শনাক্ত, বন্ধ হলো আবাসিক হল

চাঁদপুরে তিন কলেজছাত্রীর করোনা শনাক্ত, আবাসিক হল বন্ধ

চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। ওই শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে।

করোনায় আক্রান্ত শিক্ষার্থীরা হলেন, আকলিমা আক্তার (১৭), জান্নাত আক্তার (১৭) ও ফাতেমা আক্তার নিশি (১৮)।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) তিনজনের করোনা শনাক্ত হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম বলেন, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেয়া হয়েছে।

করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারকেও করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে কলেজের তিন শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে বৃহস্পতিবার মাউশির উপ-পরিচালক প্রফেসর সমষ্কর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারী,

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান কলেজ পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ দেন

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *