Breaking News
Home / খেলাধুলা / আজকের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নতুন করে রেকর্ডবুকে মুস্তাফিজ

আজকের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নতুন করে রেকর্ডবুকে মুস্তাফিজ

আজকের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নতুন করে রেকর্ডবুকে মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম আসরের ৩৬ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ১৫৪ রান করে।

আবুধাবিতে রাজস্থান টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মুস্তাফিজুর রহমান আজ দলের হয়ে বোলিং শুরু করেন। যথারীতি, তিনি ছিলেন দলের ট্রাম্প কার্ড।

প্রথমে ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র ৬ রান। ১০ ওভার পর নিজের দ্বিতীয় ওভারে ছিলেন আরও হিসেবী- একটি উইকেট শিকার করেন ৫ রানের খরচায়। রিশভ পান্টকে বোল্ড করেন দুর্দান্ত ডেলিভারিতে।

দিল্লীর রান নেওয়ার তাড়া বেড়ে গেলে ১৭তম ওভারে আবারও আক্রমণে আনা হয় মুস্তাফিজকে।

দুর্দান্ত ইয়র্কারের ভেলকিতে এই ওভারে শিকার করেন শিমরন হেটমেয়ারকে। এই ওভারেও রানের লাগাম ধরে রাখেন, খরচ করেন ৫ রান।

ইনিংসের শেষ ওভারে আবারও বল হাতে তুলে নেন মুস্তাফিজ। ৯ রান খরচ করলেও প্রথম তিন ওভারের মত এই ওভারেও কোনো বাউন্ডারি হজম করতে হয়নি বাংলাদেশি পেসারকে।

এই ইনিংসে রাজস্থানের হয়ে বোলিং করেছেন মোট ছয় জন বোলার। শুধু তিনিই একমাত্র বোলার, যার বিরুদ্ধে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি দিল্লীর ব্যাটসম্যানরা।

দিল্লীর পক্ষে সর্বোচ্চ রান আসে মুস্তাফিজের শিকার হওয়া পান্ট (৪৩) ও হেটমেয়ারের (২৮) ব্যাট থেকে।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। জিততে হলে তাই মুস্তাফিজদের করতে হবে অন্তত ১৫৫ রান

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *