Breaking News
Home / সারাদেশ / করোনা প্রতিরোধে আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

করোনা প্রতিরোধে আগৈলঝাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি: করোনো ভাই’রাস প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সোমবার সকালে সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে করোনো ভাই’রাস প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে জরুরী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্য সচিব মো. মোশারফ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান, এসআই তৈয়বুর রহমান, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত।

সভায় করোনা ভাই’রাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করনীয় রয়েছে সে সব বিষয়ের বিস্তারিত উপর আলোচনা করা হয়। সভা থেকে সবাইকে সচেতন থেকে নিজ নিজ অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকায় বিদেশ থেকে কোন লোক আসলে তাৎক্ষনিক উপজেলা প্রশাসনকে অবহিত করারও আহ্বান জানানো হয়।

About admin

Check Also

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *