Breaking News
Home / খেলাধুলা / ইমরান খান ও মাশরাফি একই দিনে জন্ম নেয়া দুইজনের অজানা কিছু তথ্য

ইমরান খান ও মাশরাফি একই দিনে জন্ম নেয়া দুইজনের অজানা কিছু তথ্য

ইমরান খান ও মাশরাফি একই দিনে জন্ম নেয়া দুইজনের অজানা কিছু তথ্য

ইম’রান খানের পরিচিতি বিশ্বজুড়ে। না, তিনি পাকি’স্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বলে নয়। নে’তা ইম’রানকে বিশ্ব চেনে আরও আগে থেকে, সেই ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের সময় থেকে।

পাকি’স্তানের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক যদি ইম’রান খান হয়ে থাকেন,তবে বাংলাদেশের ইতিহাসে সেটা অবশ্যই মাশরাফি বিন মর্তুজা।

ইমরানের মতো দলকে বিশ্বকাপ জে’তাতে পারেননি, তবে দেশের ক্রিকেটে নে’তা মাশরাফির অবদানটা ওই ট্র’ফি দিয়ে কখনই বি’চার করা সম্ভব নয়।

মজার বিষয় হলো, ক্রিকেটের এই মহীরু’হর জন্ম একই দিনে-৫ অক্টোবর। ১৯৫২ সালের ৫ অক্টোবর ইমরান খান জন্ম নিয়েছিলেন পাকি’স্তানের লা’হো’রে।

মাশরাফির জন্ম নড়াইলে, ১৯৮৩ সালের ৫ অক্টোবর। ‘নড়াইল এক্স’প্রেস’খ্যা’ত এই পেসার আজ ৩৯ বছরে পা রেখেছেন।

নে’তা ই’মরান খান নিজ দেশ পাকি’স্তানকে বিশ্বকাপজয়ের আনন্দে ভা’সিয়েছেন ১৯৯২ সালে। তবে মাশরাফি বিশ্বকাপে না ভা’সালেও দেশের ক্রিকেটের সব অর্জ’নের নেপ’থ্যে আছেন।

এক নজরে মাশারাফির বোলিং পরিসংখ্যান-
টেস্ট ক্রিকেট :-
৭৮ উইকেট (৩৬ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/৬০

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট:-
২৭০ উইকেট (২২০ ম্যাচ), সেরা বো’লিং ফিগার ৬/২৬
টি-টোয়েন্টি:
৪২ উইকেট (৫৪ ম্যাচ), সেরা বোলিং ফিগার ৪/১৯

গত মা’র্চে জি’ম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে ক্রিকেটকে বি’দায় জানিয়েছেন মাশরাফি।

এর আগে ২০১৪ থেকে দলের নিয়মিত অধিনায়ক হয়ে ৮০টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৬টি ম্যাচ। মোট ৮৭ ম্যাচে তার নেতৃত্বে সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে ম্যাচে জয় পায় বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়া’র্টার-ফাইনালে তার নেতৃ’ত্বে খেলে বাংলাদেশ। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্র’ফিতে জায়গা করে নেয় সেমি-ফাইনালে।

মাশরাফির অধিনায়ক’ত্বেই ভারত, পাকি’স্তান ও দ’ক্ষিণ আ’ফ্রিকাকে ওয়ানডে সিরিজে হা’রাতে স’ক্ষম হয় টাইগাররা।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *