Breaking News
Home / খেলাধুলা / যে একটি কারনে কোন দলই আমাদের হালকাভাবে দেখবেনা জানালেন সাকিব

যে একটি কারনে কোন দলই আমাদের হালকাভাবে দেখবেনা জানালেন সাকিব

যে একটি কারনে কোন দলই আমাদের হালকাভাবে দেখবেনা জানালেন সাকিব

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। তাকে ঘিরেই চলছে সাজ সাজ রব। বাংলাদেশও পিছিয়ে নেই। তবে দেশের আস্থার প্রতীক

সাকিব আল হাসান এখনও আইপিএল নিয়েই ব্যস্ত। কিন্তু বিশ্বকাপ সম্পর্কে যেন সার্বক্ষণিক চিন্তা করছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সোমবার দুর্দান্ত জয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্স।

সুনীল নারিন ব্যাট-বল হাতে জয়ের ভিত গড়ে দেওয়ার পর শেষ ওভারে জয়সূচক শট খেলেন সাকিব আল হাসান।

দলকে জেতানোর পর উইন্ডিজ অলরাউন্ডারের প্রশংসা করলেন বাংলাদেশি তারকা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াই নিয়ে দলের মধ্যে কতটা আত্মবিশ্বাস, তা জানালেন সাকিব।

কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে সাকিব শুরুতেই প্রশংসা করেন নারিনের। ২১ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পর ক্যারিবিয়ান তারকা ১৫ বলে করেন ২৬ রান।

সাকিব তাকে নিয়ে বলেন, ‘সুনীলন গতকাল অসাধারণ ক্রিকেট খেলেছিল। ব্যাটিং বোলিং দুটোতেই। গতকাল পুরোপুরি তার দিন ছিল। আমি খুশি যে তার অবদান আমাদের জিতিয়েছে।’

বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার শেষ ওভারে দারুণ অবদান রাখেন। ৭ রানের প্রয়োজনে শুরু করেন চার মেরে। তাতে সব চাপ দূর হয়ে যায়।

ওই সময়ের অনুভূতি নিয়ে সাকিব বলেন, ‘চাপ সবসময় থাকে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এর সঙ্গে মানিয়ে নেওয়া রপ্ত করতে হয় আমাদের।

আমি অনেক দিন ধরে খেলছি এবং আমার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি। এই ধরনের চাপ নিয়ন্ত্রণ করার সামর্থ্য আমার আছে।’

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হবে কলকাতা। এই ম্যাচ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘যে প্রক্রিয়া আমরা এতদিন ধরে অনুসরণ করছি, আমরা ঠিক সেই ফর্মুলাই প্রয়োগ করব।

আবুধাবি কিংবা সংযুক্ত আরব আমিরাতে আসার পর থেকে আমরা নকআউট মনোভাব নিয়ে আছি এবং একে একে ওইসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি।

আমাদের দলের জন্য এখন ভালো একটা ব্যাপার হলো কলকাতার ক্যাম্পে আত্মবিশ্বাসের যে মাত্রা, তাতে কোনো দলই আমাদের হালকাভাবে নিবে না।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *