Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ‘শহীদ শেখ রাসেল’দিবস পলিত

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে ‘শহীদ শেখ রাসেল’দিবস পলিত

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দিবস হিসেবে প্রথম বারের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘শহীদ শেখ রাসেল’ দিবস।

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে দশটায় জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে দিবসের তাৎপর্যতুলে তুলে ধরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়,

সমাজসেবা অফিসার সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সমবায় অফিসার কামরুজ্জামানসহ প্রমুখ।

পরে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথীরা।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেলের ৮৭তম জন্মদিন ও জাতীয দিবসে তাঁর প্রতিকৃত্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলের নেতৃবৃন্দ।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় শেখ রাসেলের জীবনীর উপর বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সদস্য আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

পরে শহীদ শেখ রাসেল, জাতির পিতাসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *