Breaking News
Home / খেলাধুলা / কিংবদন্তী ১৮ ক্রিকেটার পেলেন আজীবন সম্মাননা

কিংবদন্তী ১৮ ক্রিকেটার পেলেন আজীবন সম্মাননা

কিংবদন্তী ১৮ ক্রিকেটার পেলেন আজীবন সম্মাননা

মহাসমারোহে চলছে টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপ চলাকালীন সময়েই আরও এক সুখবর শুনলো ক্রিকেটবিশ্ব।

ক্রিকেটবিশ্বের মোট ১৮ জন ক্রিকেটারকে আজীবন সম্মাননা দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তবে এই তালিকায় সব পুরুষ ক্রিকেটারের নাম নেই।

১৫ জন পুরুষ ক্রিকেটারের পাশাপাশি তিন জন নারী ক্রিকেটারও জায়গা পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানোর কারণে মূলত তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এমসিসি কর্তৃক সম্মাননা পাওয়া এই ১৮ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ চারজন করে রয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

তিনজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া দুজন করে অস্ট্রেলিয়া ও ভারতের এবং একজন করে রযেছেন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের।

এই তালিকায় থাকা তিন নারী ক্রিকেটার হলেন নারী ক্রিকেটে আলো ছড়ানো ইংলিশ তারকা সারাহ টেলর, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং কিউই তারকা ক্রিকেটার ম্যাকগ্লাশান।

নারী ক্রিকেটার সারাহ ছাড়াও ইংল্যান্ডের হয়ে এই তালিকায় রয়েছেন স্যার অ্যালিস্টার কুক, ইয়ান বেল ও মার্কাস ট্রেসকোথিক।

আর দক্ষিণ আফ্রিকা থেকে হাশিম আমলা, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস ও মর্নি মরকেল। অস্ট্রেলিয়া পুরুষ দল থেকে ড্যামিয়েন মার্টিন।

এদিকে এমসিসির আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানের।

এছাড়া রয়েছেন ভারতের হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ এবং জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *