Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থীর সংখ্যা ২৫৫জন

আগৈলঝাড়ায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থীর সংখ্যা ২৫৫জন

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় সকল চেয়ারম্যান প্রার্থীসহ ২৫৫জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চার জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

২১ অক্টোবর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে ২জন সংরক্ষিত সদস্য এবং ২জন সাধারণ সদস্যসহ মোট ৪জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণ খেলাপির দায়ে রাজিহার ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের আশালতা দাস এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় রত্নপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের আকলিমা বেগম, কাগজপত্র অসম্পূর্ণ থাকায় রাজিহার ইউনিয়নের সাধারণ ৪নং ওয়ার্ডের কামাল সরদার ও গৈলা ইউনিয়নের সাধারণ ৩নং ওয়ার্ডের অমল সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী, স্ব-তন্ত্র প্রার্থীসহ পাঁচটি ইউনিয়নে মোট ১২ জন চেয়ারম্যান, ৫১জন সংরক্ষিত নারী সদস্য ও ১৯৭জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রাজিহার, গৈলা ও রতœপুর ইউনিয়নের রির্টার্নিং অফিসার মো. মিজানুর রহমান এবং বাকাল ও বাগধা ইউনিয়নের রিটার্নিং অফিসার মো. সহিদুল্ল্যাহ জানান- আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী রাজিহার ইউনিয়নে ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নে বিপুল দাস, বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল, গৈলা ইউনিয়নে শফিকুল হোসেন টিটু ও রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হয়েছেন রাজিহার ইউনিয়নে ইকতিয়ার হোসেন, বাকাল ইউনিয়নে মাওলানা জাকারিয়া বক্তিয়ার ফরিদি, বাগধা ইউনিয়নে আলহাজ¦ আব্দুল কাদের মিয়া, গৈলা ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন বেপারী ও রত্নপুর ইউনিয়নে খলিলুর রহমান শাহ। এছাড়াও গৈলা মডেল ইউনিয়নে মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, বাকাল ইউনিয়নে আজিজুর রহমান বালীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন অফিস সূত্র মতে, পাঁচটি ইউনিয়নে ১২জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্য পদে ১৯৭জন, সংরক্ষিত সদস্য পদে ৫১জনসহ মোট ২৫৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সূত্র মতে মনোনয়নপত্র বাছাই পূর্বক উপজেলায় বৈধ প্রার্থীরা হলেন- রাজিহার ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৭জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৬জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৩জন, ৬নং ওয়ার্ডে ৬জন, ৭নং ওয়ার্ডে ৭জন, ৮নং ওয়ার্ডে ২জন ও ৯নং ওয়ার্ডে ৩জন।

সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ২জন।
বাকাল ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৭জন, ২নং ওয়ার্ডে ৫জন, ৩নং ওয়ার্ডে ৪জন, ৪নং ওয়ার্ডে ৩জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৫জন, ৭নং ওয়ার্ডে ৩জন, ৮নং ওয়ার্ডে ৬জন ও ৯নং ওয়ার্ডে ৫জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে ৪জন, ২নং ওয়ার্ডে ২জন, ৩নং ওয়ার্ডে ৪জন।

বাগধা ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৪জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৫জন, ৮নং ওয়ার্ডে ২জন ও ৯নং ওয়ার্ডে ৪জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫জন, ২নং ওয়ার্ডে ৪জন, ৩নং ওয়ার্ডে ৪জন।

গৈলা ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪জন, ২নং ওয়ার্ডে ৫জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৩জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮নং ওয়ার্ডে ৫জন ও ৯নং ওয়ার্ডে ২জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৩জন।

রত্নপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬জন, ২নং ওয়ার্ডে ৫জন, ৩নং ওয়ার্ডে ৫জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৪জন, ৬নং ওয়ার্ডে ৭জন, ৭নং ওয়ার্ডে ২জন, ৮নং ওয়ার্ডে ২জন ও ৯নং ওয়ার্ডে ৫জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ৪জন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

মনোনয়পত্র বাতিলের আপিল ২১ ও ২৩অক্টোবর, মনোনয়নপত্র বাতিলের আপিল নিস্পত্তি ২৪ ও২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

About admin

Check Also

নিজ বাড়িতে ঈদ উদযাপনে গৌরনদী-আগৈলঝাড়ায় নেতারা

উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোলের মধ্যে এক মাস সিয়াম সাধনার পর শুরু হবে পবিত্র ঈদ-উল ফিতর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *