Breaking News
Home / খেলাধুলা / ইতিহাসের ৪র্থ ক্রিকেটার হিসেবে আরও ১ নতুন রেকর্ড স্পর্শ করলেন সাকিব

ইতিহাসের ৪র্থ ক্রিকেটার হিসেবে আরও ১ নতুন রেকর্ড স্পর্শ করলেন সাকিব

ইতিহাসের ৪র্থ ক্রিকেটার হিসেবে আরও ১ নতুন রেকর্ড স্পর্শ করলেন সাকিব

বল হাতে আরও এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল্ হাসান।

ইতিহাসের মাত্র চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও চষে বেড়ান তিনি। এই দীর্ঘ অভিজ্ঞতা তার ক্যারিয়ারের পরিসংখ্যানকেও করেছে সমৃদ্ধ।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকারের স্বাদ পেয়েছিলেন ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন ও ইমরান তাহির। সবার ওপরে আছেন ব্রাভো। ৫০৯ ম্যাচে তার শিকার ৫৫১ উইকেট।

ব্রাভোর স্বজাতি নারাইন ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট শিকার করেছেন। নারাইনের মত তাহিরও সাকিবের চেয়ে বেশি দূরে নেই। ৩৩৪ ম্যাচে তাহিরের শিকার ৪২০ উইকেট।

সাকিব প্রতি ম্যাচেই সাকিব গড়ছেন নতুন নতুন রেকর্ড।
একনজরে টি-টোয়েন্টির সর্বোচ্চ ১০ উইকেট শিকারি

১. ডোয়াইন ব্রাভো – ৫৫১ উইকেট
২. সুনীল নারাইন – ৪২৫ উইকেট

৩. ইমরান তাহির – ৪২০ উইকেট
৪. সাকিব আল হাসান – ৪০০ উইকেট

৫. রশিদ খান – ৩৯৬ উইকেট
৬. লাসিথ মালিঙ্গা – ৩৯০ উইকেট

৭. সোহেল তানভীর – ৩৭৮ উইকেট
৮. ওয়াহাব রিয়াজ – ৩৬১ উইকেট

৯. শহীদ আফ্রিদি – ৩৪৪ উইকেট
১০. আন্দ্রে রাসেল – ৩৪০ উইকেট

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *