Breaking News
Home / খেলাধুলা / অবশেষে জাতীয় দলের কোচ হতে চলেছেন সালাহউদ্দীন?

অবশেষে জাতীয় দলের কোচ হতে চলেছেন সালাহউদ্দীন?

অবশেষে জাতীয় দলের কোচ হতে চলেছেন সালাহউদ্দীন?

দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করতে চাইছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এজন্য ইতোমধ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন।

নীতিনির্ধারকদের বড় অংশ পরামর্শ দিয়েছেন, পরিবর্তন আনতে হবে কোচিং প্যানেলে। বর্তমানে বাংলাদেশ দলের কোচিং প্যানেলের প্রত্যেকেই বিদেশি।

যদিও সাকিব আল হাসান, তামিম ইকবালরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশি কোচদের সাথে। বিদেশি কোচ দিয়ে জাতীয় দলের কোচিং প্যানেল ঠাসা, কিন্তু ক্রিকেটাররা ব্যক্তিগত ছন্দ খুঁজে পেতে ছুটে যান দেশি কোচদের কাছে।

তাদেরই অন্যতম কোচ সালাউদ্দিন। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় এই কোচের ঘরোয়া ক্রিকেটে আছে ঈর্ষণীয় সাফল্য। বিদেশিরা যখন দলের ফলাফল আনতে ব্যর্থ, তখন বিসিবি সালাউদ্দিনকে যুক্ত করতে চাইছে কোচিং প্যানেলে।

সূত্র জানিয়েছে, সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব দিতে চায় বিসিবি। সে লক্ষ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। সালাউদ্দিন রাজি থাকলে নিশ্চিতভাবেই তিনি হচ্ছেন টাইগারদের সহকারী কোচ।

সালাউদ্দিনের সাফল্য ও ক্রিকেটারদের সাথে তার মনোরম ছাত্র-শিক্ষক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে উঠছে সালাউদ্দিনকে

জাতীয় দলের কোচ করার দাবি। বিশ্বকাপে টাইগারদের বিস্ময়কর বাজে পারফরম্যান্সের পর সেই দাবি আলোর মুখ দেখতে পারে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *