Breaking News
Home / খেলাধুলা / ব্যাট হাতে মাশরাফির গড়া যে রেকর্ডটি ১৩ বছরেও ভাঙ্গতে পারেনি কোন ক্রিকেটার

ব্যাট হাতে মাশরাফির গড়া যে রেকর্ডটি ১৩ বছরেও ভাঙ্গতে পারেনি কোন ক্রিকেটার

ব্যাট হাতে মাশরাফির গড়া যে রেকর্ডটি ১৩ বছরেও ভাঙ্গতে পারেনি দেশের কোন ক্রিকেটার

মর্তুজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। আক্রমণাত্মক, গতিময় বোলিং দিয়ে অনূর্ধ-১৯ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন।

রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ-দলে নেয়া হয়। বাংলাদেশ এ-দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ৮ নভেম্বর, ২০০১ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে।

দেশের ক্রিকেটে এক সফল অধিনায়কের নাম মাশরাফি বিন মুর্তজা,তার ব্যাক্তিত্ব এবং ক্রিকেটিও জ্ঞান সত্যিই অতুলনীয়।

মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলে সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক। ২০১৪ সালে মাশরাফি নেতৃত্বভার নেয়ার পর থেকে বদলে যেতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। বিশ্বের বুকে বাংলাদেশ ঠাঁই করে নেয় শক্তিশালী একটি ক্রিকেট জাতি হিসেবে।

বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক ওভারে সর্বোচ্চ রানের মালিক মাশরাফি বিন মুর্তজা…

১২ মে ২০০৭ সালে, মিরপুর স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে (বাংলাদেশ বনাম ভারত) ইনিংসের ৪৭ তম ওভার, বোলার ভারতের দিনেশ মঙ্গিয়া…

প্রথম বলে সিঙ্গেল নিয়ে মাশরাফিকে স্ট্রাইক দেন আব্দুর রাজ্জাক৷ ওভারে আসে ১+৬+৬+৬+৬+১=২৬ রান।
এর মধ্যে মাশরাফিই নেয় ২৫ রান…

সেদিন তার ব্যাট থেকে আসে ২২ বল ৪২ রান।
ক্রিকেটে ১৩ বছর পার হলেও এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি কোন বাংলাদেশি ব্যাটসম্যান।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *