Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনোত্তর হা’মলায় আহত ৬

আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনোত্তর হা’মলায় আহত ৬

বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের হাম’লায় বিজয়ী প্রার্থীর ৬সমর্থক আহ’তর অভিযোগ পাওয়া গেছে। আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে ১নং সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বুধবার সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ফলাফল ঘোষণার পরে ওই রাতে বারপাইকা গ্রামের মোরগ মার্কার পরাজিত প্রার্থী আজিজুল শাহ’র সমর্থকেরা একই গ্রামের বিজয়ী প্রার্থী ফুটবল মার্কার সোহেল মোল্লার সমর্থকদের উপর হা’মলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।

হা’মলায় বিজয়ী প্রার্থীর সমর্থক সহিদুল ইসলাম শাহ, শামচুল হক শাহ, সাহিদা বেগম, সীমা বেগম, মাসিপ শাহসহ ৬জন আ’হত হয়।

আ’হতদের মধ্যে সহিদুল ইসলাম শাহ, শামচুল হক শাহ, সাহিদা বেগমকে বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসা নিয়ে তারা বৃহস্পতিবার বাড়ি ফিরে গেছেন।

এ ঘটনায় বুধবার রাতেই বিজয়ী মেম্বর সোহেল মোল্লার সমর্থক শামচুল হক শাহ’র ছেলে জুলহাস শাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরাজিত প্রার্থী আজিজুল শাহ সাংবাদিকদের জানান, আমাকে জনগন ভোট না দেয়ায় আমি নির্বাচনে পরাজিত হয়েছি। কিন্তু আমার কোন সমর্থকরা বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ি-ঘরে হাম’লা ও মা’রধ’র করেছে কিনা তা আমার জানা নেই।

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনের পরে একটি বাড়িতে ঢুকে কতিপয় লোকজন একটু বাকবিতন্ডা করেছে। তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *