Breaking News
Home / খেলাধুলা / সবাইকে ছাড়িয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মুশফিক

সবাইকে ছাড়িয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মুশফিক

সবাইকে ছাড়িয়ে অনন্য এক রেকর্ড গড়লেন মুশফিক

চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচটিতে বাংলাদেশ অনুভুতির বিভিন্ন পর্যায় দেখাচ্ছে। কখনও হাসি, কখনও কান্না।

উত্থান আর পতনের এই খেলায় কে জিতবে, কে হারবে তা বোঝা মুশকিল। কিন্তু নিজের নামের পাশে অনন্য এক রেকর্ড ঠিকই বসিয়ে নিয়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের নতুন মালিক এখন মুশফিক। জাতীয় দলে ২০০৫ সালে অভিষেক হওয়া মুশফিক এখন অব্দি দেশের হয়ে খেলেছেন ৭৬* টি টেস্ট।

১৪০ টি ইনিংস খেলা মুশফিকুর রহিমের রানসংখ্যা ৪৭৮৯, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে তিনি শতক হাঁকিয়েছেন ৭ টি এবং অর্ধশতক ২৪ টি। সর্বোচ্চ রান ২১৯*।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের (৪৭৮৮) মালিক ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ৯ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি নিয়ে

দ্বিতীয় স্থানে আছেন তামিম, যেখানে তামিমের সর্বোচ্চ রান ২০৬। ৩৯৩৩ রান করে ৩য় স্থানে আছেন সাকিব আল হাসান।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *