Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের ৬০ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের ৬০ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত ৬০জন ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে পাঁচটি ইউনিয়নের ৪৫ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত সদস্যসহ মোট ৬০জন নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোল্লা মুনসুর আহম্মেদ,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, বাগধা উইপি নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. সহিদুল্যাহ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাইদুল সরদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার,

রাজিহার ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ছাড়াও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

প্রসংগত, ১১নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

ওই নির্বাচনে রত্নপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে আলপনা মুখার্জী ও ৮নং সাধারণ ওয়ার্ডে মাসুদ সরদার বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে গত রবিবার বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার আগৈলঝাড়া উপজেলার নবনির্বাচিত পাঁচ চেয়ারম্যানসহ জেলার ১২জন চেয়ারম্যানকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান।

About admin

Check Also

নিজ বাড়িতে ঈদ উদযাপনে গৌরনদী-আগৈলঝাড়ায় নেতারা

উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোলের মধ্যে এক মাস সিয়াম সাধনার পর শুরু হবে পবিত্র ঈদ-উল ফিতর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *