Breaking News
Home / খেলাধুলা / টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার চাঞ্চল্যকর এক তথ্য খুঁজে পেলো তদন্ত কমিটি

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার চাঞ্চল্যকর এক তথ্য খুঁজে পেলো তদন্ত কমিটি

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার চাঞ্চল্যকর এক তথ্য খুঁজে পেলো তদন্ত কমিটি

টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স কেন এত খারাপ হলো সেটির কারণ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুসকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পেছনের কারণ বের করার দায়িত্ব। তারা দু’জনই বিসিবির অভিজ্ঞ পরিচালক।

সেই কমিটি উদ্বেগজনক কিছু সমস্যা খুঁজে পেয়েছে।তদন্ত কমিটিতে ছিলেন বোর্ডের দুই শীর্ষস্থানীয় পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজ।

জালাল সম্প্রতি পেয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব। নতুন ভূমিকায় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনিই জানালেন, বিশ্বকাপ ব্যর্থতার পেছনে রয়েছে কিছু ‘এলার্মিং’ কারণ।

জালাল বলেন, ‘শুধু আমি তদারকি করিনি, আমার সাথে আরও একজন টিম মেম্বার আছেন। তবে ওটা সম্পন্ন হয়েছে। রিপোর্ট বানানো শেষ। পরের বোর্ড মিটিংয়ে তোলা হবে। বোর্ড অনুমোদন দিলে জানাব।

’তদন্ত কমিটি কোনো কারণ খুঁজে পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘কিছু তো খুঁজে পাওয়া গেছে। বোর্ড থেকে অনুমোদন হলে আপনারা জানবেন।কিছু কিছু জিনিস আছে। খুব কঠিন, এলার্মিং ২-১টা জিনিস আছে।

সেগুলো ঠিক করতে হবে, তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো। এমন নয় যে সমাধান করা যাবে না। সহজেই সমাধান করা যাবে।

এগুলো করলে দেশের ক্রিকেটের মঙ্গল হবে। ’সেসব সমস্যা কোচিং প্যানেল নিয়ে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল আরও বলেন,

‘কোচ না শুধু, পুরো দল নিয়েই আছে। আমি নির্দিষ্ট করে বলব না। কোচরাও স্টেকহোল্ডার, খেলোয়াড়রাও স্টেকহোল্ডার। সব মিলিয়েই রিপোর্ট দিয়েছি

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *