Breaking News
Home / খেলাধুলা / ইতিহাস গড়া জয়ে যত রেকর্ড বাংলাদেশের

ইতিহাস গড়া জয়ে যত রেকর্ড বাংলাদেশের

ইতিহাস গড়া জয়ে যত রেকর্ড বাংলাদেশের

একের পর এক পরাজয়ে বিপর্যস্ত অবস্থা থেকে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়। এ যেন চরম খরার মাঝে এক পশলা বৃষ্টি,

কোনো অন্ধকার গলিতে হোঁচট খেতে থাকা পথিকের আলোর সন্ধান পাওয়া। বে ওভালের এ জয় অনেক ইতিহাসের রচয়িতাও।
এক জয়ে যত ইতিহাস

নিউজিল্যান্ডের মাটিতে জয় দীর্ঘদিন ধরে ছিল অধরা। অবশেষে সেই জয় ধরা দিল। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ জেতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

শুধু তাই নয়, র‍্যাঙ্কিংয়ের প্রথম ৫ দলের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট জয়ও এটিই প্রথম। সব মিলিয়ে এ জয় বিদেশের মাটিতে বাংলাদেশের ষষ্ঠ টেস্ট জয়।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল নিউজিল্যান্ড। সর্বশেষ ৮ সিরিজ ধরে তাদের দুর্গ ছিল অভেদ্য। দেশের মাটিতে ব্ল্যাকক্যাপসদের টানা ৮ সিরিজ ও ১৭ টেস্ট অপরাজিথ থাকার ধারাও ভেঙেছে বাংলাদেশ দল।

রবিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া বাংলাদেশের পয়েন্ট এখন ১২।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *