Breaking News
Home / সারাদেশ / অর্ধশত কলেজ শিক্ষকের পদোন্নতি অনিশ্চিত

অর্ধশত কলেজ শিক্ষকের পদোন্নতি অনিশ্চিত

কম্পিউটার শিক্ষা (আইসিটি) বিষয়ের প্রভাষকরা ১৬ বছর ধরে চাকরি করেও সহকারী অধ্যাপক পদে উন্নীত হতে পারছেন না। বরিশালের অর্ধশত কলেজ শিক্ষকের কাঙ্খিত পদোন্নতি আটকে গেছে।

শিক্ষকরা অভিযোগ করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় আটকে গেছে তাদের পদোন্নতি। অথচ একই সময়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের শিক্ষকদের পদোন্নতি হয়েছে। এ অবস্থার অবসান চেয়ে পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

বরিশাল বিভাগীয় কম্পিউটার শিক্ষক সমিতির আয়োজনে নগরীর একটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আগরপুর ডিগ্রী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভাগে তার মতো ৫০জন কম্পিউটার শিক্ষা (আইসিটি) বিষয়ক প্রভাষক রয়েছেন, যারা ১৬ থেকে ২০ বছর চাকরী করে এখন সহকারী অধ্যাপক পদে উন্নীত হতে পারেননি।

অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী প্রভাষক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য তারা মাউশি’র মহাপরিচালক বরাবর আবেদন করেছেন। কিন্তু রহস্যজনক কারণে মাউশি বরিশাল অঞ্চলের পরিচালকের কার্যালয় ১৯৯১ সালের একটি চিঠির বরাত দিয়ে আবেদন বাতিল করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রভাষক মাহবুবুর রহমান আরও বলেন, মাউশি বরিশাল অঞ্চলের স্বেচ্ছাচারিতার কারনে তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। ফলে আগামী ১৫ দিনের মধ্যে তারা শিক্ষামন্ত্রণালয়ের সচিব ও মাউশি’র মহাপরিচালককে লিখিতভাবে বিষয়টি অবহিত করবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বিভাগীয় কম্পিউটার শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক প্রভাষক খোকন রায়, সুলতানা পারভিন, আনিচুর রহমান, মুন্সি আব্দুল আলিম প্রমুখ।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন বলেন, জটিলতায় পড়া শিক্ষকদের পরামর্শ দেয়া হয়েছে, সরকার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আদেশ জারি করাতে পারলে তারা পদোন্নতি পাবেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *