Breaking News
Home / খেলাধুলা / অবশেষে দায়িত্ব হারাচ্ছে নান্নু, চমক দিয়ে নির্বাচক হচ্ছে সাবেক তারকা ক্রিকেটার

অবশেষে দায়িত্ব হারাচ্ছে নান্নু, চমক দিয়ে নির্বাচক হচ্ছে সাবেক তারকা ক্রিকেটার

অবশেষে দায়িত্ব হারাচ্ছে নান্নু, চমক দিয়ে নির্বাচক হচ্ছে সাবেক তারকা ক্রিকেটার

শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব হারাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০১৬ সালের ২২ জুন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

একই সময় তার সহযোগী হিসাবে নির্বাচক প্যানেলে যোগ দেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

মূলত সে সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের পর বাংলাদেশ দলের দায়িত্ব পান এই দুই সাবেক অধিনায়ক। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন তারা।

তবে তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২১ সালের ৩১ শে ডিসেম্বর। এরপর গত বছরের জানুয়ারিতে নির্বাচনের তৃতীয় সদস্য হিসেবে যোগ দেন সাবেক আব্দুর রাজ্জাক।

তবে নির্বাচক হিসেবে এখনো আব্দুর রাজ্জাকের মেয়াদ রয়েছে। তাই এই মুহূর্তে তার কোন পরিবর্তন আসছে না। জানা গেছে মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার দুজনকে বাদ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন হাবিবুল বাশার থাকলেও বাদ পড়ে যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নির্বাচকের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিয়ে সেখানে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হাবিবুল বাশার।

মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে নতুন আরো একজনকে নির্বাচন প্যানেলের যুক্ত করতে যাচ্ছে বিসিবি। ইতিমধ্যেই দুই-তিন জনের নাম বাতাসে ভাসছে।

তবে বিসিবির ভেতরের খবর মিনহাজুল আবেদীন নান্নু পরিবর্তে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

বিপিএল শেষ হওয়ার পরের দিন এই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্থান। আর এই সিরিজের আগেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *