Breaking News
Home / খেলাধুলা / ইমরুল এমন একজন প্লেয়ার যার ওপর আপনি আস্থা রাখতেই পারেনঃ রোডস

ইমরুল এমন একজন প্লেয়ার যার ওপর আপনি আস্থা রাখতেই পারেনঃ রোডস

ইমরুল এমন একজন প্লেয়ার যার ওপর আপনি আস্থা রাখতেই পারেনঃ রোডস

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সর্বশেষ শিরোপা এসেছিল ইমরুল কায়েসের নেতৃত্বে। এবার দেশ-বিদেশের তারকাদের নিয়ে গড়া দলটি নেতৃত্ব তুলে দিবে দেশি কোনো ক্রিকেটারের হাতে। সেই দৌড়ে এগিয়ে আছেন ইমরুল।

ইমরুল এবারও কুমিল্লাকে নেতৃত্ব দেবেন কি না তা সময়ই বলে দেবে। তবে আলোচিত এই ব্যাটারের ওপর দল রাখছে অগাধ আস্থা।

ইমরুলকে প্রশংসায় ভাসিয়ে দলটির পরামর্শক স্টিভ রোডস জানিয়েছেন, ইমরুলের অভিজ্ঞতা শক্তি বাড়াবে কুমিল্লার।

দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশে ফিরে টাইগারদের সাবেক কোচ রোডস উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, ‘বাংলাদেশে ফিরে আসতে পেরে সম্মানিত বোধ করছি। এই জায়গায় আমি অনেক উপভোগ করি।’

একইসাথে কথা বলেছেন কুমিল্লার স্কোয়াড নিয়েও। অভিজ্ঞ ক্রিকেটারে ভরপুর দলটির তরুণরাও বেশ আশাবাদী করেছেন রোডসকে। বিশেষ করে প্রশংসা করলেন ইমরুলের।

তিনি বলেন, ‘ইমরুল অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলছে। এমন একজন যার ওপর আপনি আস্থা রাখতে পারেন। ১০০-২০০ আন্তর্জাতিক ম্যাচ সে হয়ত খেলেনি, কিন্তু তার যথেষ্ট খেলার অভিজ্ঞত আছে।’

ইমরুল ছাড়াও আবু হায়দার রনির ওপর এবারও আস্থা রেখেছে দলটি। আছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। রোডস বলেন, ‘আমাদের ভালো কয়েকজন বিদেশি ক্রিকেটার আছে,

বাংলাদেশের খুবই মেধাবী কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যারা পরের প্রজন্মের খেলোয়াড় হবে। মুমিনুল, ইমরুল, রনির মত ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতা আছে।’–

ইমরুল-মুমিনুলদের সাথে কাজ করতে বাংলাদেশে আসা রোডস বাংলাদেশে না থাকার সময়টায়ও নিয়মিত এখানকার ক্রিকেটের খোঁজখবর রেখেছেন।

তিনি বলেন, ‘একটু অদ্ভুত শোনাবে, তবে আমি খুব নিবিড়ভাবে বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখি। কুমিল্লার সাথে

আগামী ৫ সপ্তাহ উপভোগ্য হবে। তবে এই দেশে কখন কী হচ্ছে সব খোঁজ রাখি, যা আপনারা খবর আকারে প্রচার করেন।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *