অভিজ্ঞ সাব্বির-ইমরুলদের জাতীয় দলে নিতে নতুন এক সিদ্ধান্ত নিলো বিসিবি








বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক আগ থেকেই বলে আসছে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের নিয়ে জাতীয় দলের একটি ছায়া দল গঠন করা হবে।
করছি করব বলেই এতদিন সময় পার করেছেন বিসিবির কর্তারা। তবে এবার জাতীয় দলের ছায়া দল গঠনে উঠেপড়ে লেগেছেন ক্রিকেট বোর্ডের কর্তারা।








সব কিছু ঠিক থাকলে আগামী মাসে আফগানিস্তান সিরিজের আগে বাংলা টাইগার্স দলটি গঠন করা হবে। এমনটি জানিয়ে বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদ বলেন,
আমি বেশ কয়েকবার বিষয়টি নিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনায় বসেছিলাম যে, তারা কেমন কী চাচ্ছেন।








আফগানিস্তানের সিরিজের পর যেহেতু আমাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে, সে কারণে টেস্ট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নিয়ে আমরা প্রাথমিক অবস্থায় বাংলা টাইগার্স গঠন করতে যাচ্ছি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এই পরিচালক আরও বলেন, জাতীয় দল থেকে ঝরে পড়া টেস্ট ক্রিকেটার যারা কিনা








ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছেন তাদের নিয়েই আমরা দলটি বানাতে যাচ্ছি। আশা করছি আগামী ২০-২২ ফেব্রুয়ারির মধ্যে বাংলা টাইগার্স গঠন করতে পারব।