Breaking News
Home / সারাদেশ / শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একইস্থানে পৃথক একটি মানববন্ধন করে। বিক্ষুব্ধরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাতটি কলেজে পরীক্ষা চলছে।

অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের পরীক্ষা আটকে রয়েছে।

তাছাড়া বাণিজ্য মেলাসহ নানা কর্মকান্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। শেষে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবরে বিএম কলেজের অধ্যক্ষর কাছে স্মারকলিপি পেশ করেন।

এ বিষয়ে বিএম কলেজের অধ্য গোলাম কিবরিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।

About admin

Check Also

হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ

হিট স্ট্রোক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *