Breaking News
Home / সারাদেশ / বরিশালে আশ্রয়ন প্রকল্প পরিদর্শণে বিভাগীয় কমিশনার

বরিশালে আশ্রয়ন প্রকল্প পরিদর্শণে বিভাগীয় কমিশনার

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় দফায় ৫০টি এবং তৃতীয় দফার ৪০টি গৃহনির্মাণ কাজ শনিবার দুপুরে পরিদর্শন করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো, তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক আশ্রয়ন প্রকল্পে দুইটি বৃক্ষ রোপণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ,

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *