Breaking News
Home / খেলাধুলা / অদ্ভুত এক কারন দেখিয়ে সফর বাতিল করলো আফগানিস্তান

অদ্ভুত এক কারন দেখিয়ে সফর বাতিল করলো আফগানিস্তান

অদ্ভুত এক কারন দেখিয়ে সফর বাতিল করলো আফগানিস্তান

এবার দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ে প্রযুক্তির ব্যবহার রাখতে না পারার কারণে সেখানে যাবে না আফগানিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ স্থগিত করেছে।

আফগান বোর্ড কারণ হিসেবে জানিয়েছে ডিআরএসসহ প্রয়োজনীয় সম্প্রচার রাখতে জিম্বাবুয়ে বোর্ডের (জেসি) অপরগতার কথা।

এর আগে গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিনটি একদিনের ও পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল জিম্বাবুয়ের।

ওমিক্রন ইস্যুতে পিছিয়ে ফেব্রুয়ারিতে নতুন সময় নির্ধারণ করা হয় সিরিজটির। এবার দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল সেটি।

এদিকে জিম্বাবুয়ের বোর্ড সভাপতি গিভমোর মাকোনি জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে অনেক বেশি ম্যাচ চলতে থাকায় তারা ব্রডকাস্ট সার্ভিস,

বিশেষ করে ডিআরএস রাখতে পারছে না। সীমাবদ্ধতা কাটিয়ে খুব দ্রুতই সিরিজটি মাঠে ফেরানোর জন্য আশাবাদী মাকোনি।

অন্যদিকে এসিবি’র ক্রিকেট অপারেশনস ম্যানেজার আব্দুল ওয়ালি আমিন বলেছেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে,

তারা ডিআরএসসহ সম্প্রচার পরিসেবাগুলি রাখতে পারছে না। সে কারণে দ্বিতীয়বারের মতো সফরটি স্থগিত করা হল।’

এদিকে সিরিজ স্থগিত হওয়ায় আফগানদের এবার লক্ষ্য বাংলাদেশ সফর। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ সুপার লিগের তিনটি একদিনের ম্যাচ খেলতে আসবেন রশিদ-নবীরা। সফরে দুটি টি-টুয়েন্টি ম্যাচও সূচিতে আছে দুদলের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিসিবির সীমাবদ্ধতা ছাপিয়ে বিতর্ক তৈরি হলে আনা হয়েছে বিকল্প ব্যবস্থা। চট্টগ্রাম পর্ব থেকে ডিআরএসের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ‘এডিআরএস’।

বিসিবি জানিয়েছে আয়োজনে সময় স্বল্পতার কারণে বিপিএলে ডিআরএস রাখতে পারেনি বোর্ড। দুয়ারে কড়া নাড়তে থাকা আফগান সিরিজে ডিআরএস কতখানি জল ঘোলা করে সেটাই এখন দেখার।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *