Breaking News
Home / বাংলা হেল্‌থ / আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

বরিশালের আগৈলঝাড়ায় চালককে হাসপাতাল চত্তরে অজ্ঞান করে ফেলে রেখে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে পালিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অজ্ঞান অবস্থায় এক ইজিবাইক চালককে উদ্ধার করে ভর্তি করা হয়।

খোাঁজ নিয়ে ওই চালকের নাম পরিচয় উদ্ধার করে জানা গেছে হতভাগ্য চালক ডাসার থানার শশীকর গ্রামের প্রফুল্ল হালদারের ছেলে প্রহাদ হালদার (৪০)।

প্রহাদের ভাই কানাই হালদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো প্রহাদ।

প্রতিদিনের মতো বুধবার সকালে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর দুপুরে জানা যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা হাসপাতাল চত্তরে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পরেছে।

About admin

Check Also

২০বছর পর ভেগাই হালদার পাবলিক একাডেমীর পুকুর ব্যবহারে উদ্যোগেী প্রশাসন

দীর্ঘ ২০বছর পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর মালিকানাধীন ঘাটলা বাঁধানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *