Breaking News
Home / সারাদেশ / খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ

খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ

ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিতে বুধবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে স্মারকলিপি পেশ করা হয়েছে।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

অনুষ্ঠিত সমাবেশে জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূঁইয়া,

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলিফ দেওয়ান। জেলার নেতা আরিফুর রহমান মিরাজ, হাছিব আহমেদ, ইয়াসমিন সুলতানা, সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।

About admin

Check Also

স্কুলের ভবন নির্মানে শিক্ষা কর্মকর্তার তিন লাখ টাকা ঘুষ দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে উপজেলা সহকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *