Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় শ্রমিকলীগ সাধারণ সম্পাদকের উপর হামলা,ডাক বাংলোর সেই কর্মচারী নিয়োগ বাতিল

আগৈলঝাড়ায় শ্রমিকলীগ সাধারণ সম্পাদকের উপর হামলা,ডাক বাংলোর সেই কর্মচারী নিয়োগ বাতিল

আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, তার স্ত্রী, মেয়ের উপর হামলা মামলার অন্যতম আসামী আগৈলঝাড়া উপজেলায় অবস্থিত ডাক বাংলোর কর্মচারী (মাস্টার রোল) রাজীব হাওলাদার এর নিয়োগ আদেশ বাতিল করেছে বরিশাল জেলা পরিষদ।

বরিশাল জেলা পরিষদ স্মারক নং জেঃ পঃ বঃ/২০২২/১৮১(৫)এ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব স্বাক্ষরিত আদেশে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের মো. হাকিম হাওলাদারের ছেলে, আগৈলঝাড়া ডাক বাংলোয় মাস্টার রোলে কর্মরত মো. রাজীব হাওলাদারের নিয়োগ বাতিল করেন।

গত ৫মে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ বুধবার শেষ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছায়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন রাজীব হাওলাদারের চাকুরী চ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

১২মে জেলা পরিষদ প্রসাসনিক কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের স্মারক উল্লেখ করে নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে “আগৈলঝাড়া ডাক বাংলোর দাড়োয়ান কাম কেয়ার টেকার (মাস্টার রোল) এর বিষয়ে ফৌজদারি অপরাধে জেল হাজতে থাকার রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়।

এ বিষয়ে বরিশাল জেলা পরিষদ সরেজমিন তদন্ত করে। তদন্ত প্রতিবেদনে রাজিব হাওলাদার ফৌজদারি অপরাধে গ্রেফতার হয়ে জেলা হাজতে থাকা এবং এবং মাদক ব্যবসার সাথে তার জড়িত থাকার প্রমান পাওয়া যায়।

উল্লেখিত অপরাধের সাথে জড়িত থাকায় এবং জেলা পরিষদ ৫.৫.১৯ তারিখের ২০১৯/২৯১ নং স্মারকের নিয়োগ আদেশের ৫নং শর্ত মোতাবেক রাজিব হাওলাদারের নিয়োগ আদেশ বাতিল করা হলো।

প্রসংগত ঃ ঈদের আগের রাতে (২মে) পূর্ব বিরোধের জের ধরে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার দাড়িয়া, স্থানীয় সোহান মুন্সি, ছরোয়ার দড়িয়ার স্ত্রী আঙ্গুরী বেগম, মেয়ে সুমি আক্তারকে মারধর, শ্লীলতাহানী, ছিনতাইয়ের অভিযোগে ছরোয়ার দাড়িয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করে ৬মে মামলা দায়ের করেন, নং-২(৬.৫.২২)।

ওই মামলার এজাহারভুক্ত আসামী বরিশাল জেলা পরিষদ কর্মচারী (আগৈলঝাড়া ডাক বাংলোয় কেয়ার টেকার হিসেবে কর্মরত) দক্ষিণ শিহিপাশা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (২৬),সহ উত্তর শিহিপাশা গ্রামের সাবেক মেম্বর কুদ্দুস মোল্লার ছেলে নাঈম মোল্লা (২২),

ডুমুরিয়া গ্রামের পলাশ জয়ধরের ছেলে প্রশান্ত জয়ধর (২০) ও ফুল্লশ্রী গ্রামের লোকমান সরদারের ছেলে নয়ন সরদারকে (২০) গ্রেফতার করে, পরে আরও এক জনেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। বর্তমানেও তারা জেল হাজতে রয়েছে।

About admin

Check Also

গৌরনদীতে ঝোপ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

রাস্তার পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পথচারীরা। খবর পেয়ে পথচারীদের কাছ থেকে নবজাতককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *