Breaking News
Home / খেলাধুলা / অবশেষে টাইগারদের সাবেক গুরুকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি

অবশেষে টাইগারদের সাবেক গুরুকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি

অবশেষে টাইগারদের সাবেক গুরুকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এবারের যুব বিশ্বকাপে গিয়ে ৮ম স্থানে থেকে শেষ করেছে টাইগার যুবারা। আগের আসরে শিরোপা জেতানো কোচ নাভিদ নেওয়াজ দেখলেন মুদ্রার এপিঠ ওপিঠ দুটোই।

এরপর নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হয়ে বাংলাদেশ পর্ব চুকিয়েও দিয়েছেন। এবার তার জায়গা নিচ্ছেন অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ল। টাইগার যুবাদের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে ওয়াসিম জাফরকে।

নাভিদ নেওয়াজের অধীনেই বাংলাদেশ প্রথম কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জেতে। আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় লিখেছিল মহাকাব্য।

যদিও করোনা প্রভাব সহ নানা কারণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এবারের যুব বিশ্বকাপে সেরা প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনাতেও ছিল ঘাটতি।

তবে আগামী আসরকে লক্ষ্য করে আবারও সবকিছু ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) গেম ডেভেলপমেন্ট বিভাগ।

গেম ডেভেলপমেন্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে ২০২৪ যুব বিশ্বকাপ সামনে রেখে কোচিং প্যানেলকে শক্ত করার বিষয়টি।

খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিবি। যেখানে প্রধান কোচ হিসেবে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল’কে।

২০১১ সালে জেমি সিডন্স দায়িত্ব ছাড়ার পর ৯ মাস বাংলাদেশের কোচ হিসেবে কাজ করে ল। তার অধীনেই ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল খেলে টাইগাররা।

এ ছাড়া ২০১৬ যুব বিশ্বকাপের আগে বাংলাদেশ যুবাদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

অন্যদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাওয়া ওয়াসিম জাফর সমৃদ্ধ খেলোয়ারী জীবন শেষে কোচিংয়ে যুক্ত আছেন।

কাজ করেছেন আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে। ভারতের ঘরোয়া দল উত্তরখান্ড, উড়িষ্যার প্রধান কোচ হিসেবেও দেখা গেছে ভারতের হয়ে ৩১ টেস্ট খেলা এই ব্যাটারকে

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *