টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন সাকিব








ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসাবে বিশ্বরেকর্ড করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিন বছর পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান।








দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে ৫২ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৬৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।








আর এই রান করে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।
বাংলাদেশের হয়ে আগে দুই হাজার রানের রেকর্ড করেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।








সেইসাথে বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রান এবং ১০০ উইকেটের বিশ্ব রেকর্ড করেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সাকিবের উইকেট ২২০ টি।