Breaking News
Home / সারাদেশ / ববি’তে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট

ববি’তে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট

২০২২-২৩ অর্থবছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এবারের বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৩ লাখ টাকা।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চলতি অর্থবছরের বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বাজেট উত্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় তিনি বাজেট বাস্তবায়নে সকলকে আন্তরিক এবং বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ শিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট এবং অর্থ ও হিসাব শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর থেকে রায়হান হাওলাদার (৩৩) নামের এক যুবককে ১০৫ পিচ ইয়াবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *