Breaking News
Home / খেলাধুলা / এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড চূড়ান্ত,নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড চূড়ান্ত,নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড চূড়ান্ত,নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। তবে দল ঘোষণার জন্য নির্বাচকরা ২ দিন সময় নিচ্ছেন।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবেন কে- তা চূড়ান্ত করে ২-৩ দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে দল। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান,

এশিয়া কাপের জন্য দল ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে। তবে এই দল নিয়ে কোচ ও যিনি অধিনায়ক হবেন তার সাথে কথা বলবেন নির্বাচকরা। এরপরই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। 

পাপন বলেন, ‘একটা দল তৈরি করা হয়েছে। তবে আমি বলেছি আগে অধিনায়ক ঠিক করো, অধিনায়কের সাথে কথা বলো, কোচের সাথে কথা বলো তারপর দলটা ঘোষণা করো।

এটার জন্য ২ দিন সময় নিচ্ছে তারা। ২-৩ দিনের মধ্যে জানতে পারবেন।’
পাপন বলেন, ‘এবার এশিয়া কাপে যাব, দলের সাথে থাকব। এই পরিকল্পনা আছে। দেখি কী হয়। চেষ্টা তো করব!’

প্রসঙ্গত, আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা উঠবে। সেখানে অংশ নেবে ছয়টি দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়াও

বাছাইপর্ব পেরিয়ে আসা আরও একটি দল নামবে ২২ গজের লড়াইয়ে। ভারত ও পাকিস্তানের সাথে বাছাইপর্বের একটি দল খেলবে গ্রুপ ‘এ’ তে। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান গ্রুপ লড়বে ‘বি’ গ্রুপে।

সূত্রঃ bdcrictime

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *