Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন

আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন করা হয়।

বুধবার সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ভবন উদ্বোধন পূর্ব অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর সূধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। পরে অতিথীরা নবনির্মিত দু’টি বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, পিয়ারা ফারুক বক্তিয়ার,

ফরহাদ তালুকদার, অনিমেষ মন্ডল, ইউনুস আলী মিয়া, বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বে”চ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগের সভাপতি জাকির পাইকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *