Breaking News
Home / সারাদেশ / চার বছর শিকলবন্দি বৃদ্ধা রাহেলা

চার বছর শিকলবন্দি বৃদ্ধা রাহেলা

অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে বিগত চারবছর ধরে শিকলবন্দি করে রাখা হয়েছে বৃদ্ধা রাহেলা বেগমকে (৬২)। মায়ের উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের মহানুভব ব্যক্তি ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন রাহেলার দিনমজুর ছেলে।

ঘটনাটি জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচিড়া গ্রামের। মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননী রাহেলা বেগম ওই গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের স্ত্রী।

রাহেলা বেগমের বড় ছেলে জামাল হাওলাদার বলেন, বাবার মৃত্যুর পর প্রায় ছয়বছর আগে মায়ের মানসিক সমস্যা দেখা দেয়। প্রথমে তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়। চিকিৎসক জানিয়েছেন, ব্রেইন স্টোকের ফলে মায়ের মানসিক সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শুরুর দিকে মাকে ওষুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ্য হয়েছিলেন। পাঁচ বছর ধরে সমস্যা আরো বাড়তে থাকে। মাঝেমধ্যে হারিয়ে যেতেন।

আবেগাল্পুত হয়ে জামাল বলেন, একমাত্র টাকার অভাবে মায়ের উন্নত চিকিৎসা করাতে পারছিনা। তাই বাধ্য হয়ে হারিয়ে যাওয়ার ভয়ে বিগত চারবছর ধরে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। যা নিজ চোখে দেখতে বড়ই কস্ট হচ্ছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *