Breaking News
Home / সারাদেশ / বরিশালে জেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্ধিতায় একেএম জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত

বরিশালে জেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্ধিতায় একেএম জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান নির্বাচিত

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

এছাড়া সংরতি ১ নম্বর ওয়ার্ডে আইরিন রেজা ও ৪ নম্বর ওয়ার্ডে মুক্তি রানী দাস, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে পিয়ারা বেগম (আগৈলঝাড়া), ৯ নম্বর ওয়ার্ডে (গৌরনদী) এইচএম হারুন-অর রশিদ এবং ১০ নম্বর ওয়ার্ডে (উজিরপুর) অশোক কুমার হাওলাদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে সাতটি সাধারণ ওয়ার্ডে ২৪ জন এবং দুইটি সংরতি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি নয়জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের শুরুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

অবশিষ্ট সাধারণ ও সংরতি ওয়ার্ডের প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চেয়ারম্যান ছাড়াও তিনজন সাধারণ ও দুইজন সংরতি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা হওয়ায় এবার ভোট হবে দুইটি সংরতি ও সাতটি সাধারণ সদস্য পদে। সাত উপজেলার সাতটি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১২শ’ ৮৭ জন।

নির্বাচিত ঘোষনার পর এক প্রতিক্রিয়ায় বরিশাল জেলা পরিষদের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা করবেন বলেও তিনি উল্লেখ করেন।

জেলা পরিষদের সবচেয়ে বড় দুর্নাম মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রী হয়রানী ও নিগৃহের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বাধীনতা দিবসে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *