Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় দূর্গোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র শুভেচ্ছা বিনিময়

আগৈলঝাড়ায় দূর্গোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র শুভেচ্ছা বিনিময়

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে আগৈলঝাড়ার কেন্দ্রীয় পুজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

নবমী পুজা শেষে মঙ্গলবার রাতে উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির, ঐচারমাঠ সার্বজনীন দুর্গা মন্দির, পশ্চিম মোল্লাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দির, সাহেবেরহাট সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপে গভীর রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করেন আবু সালেহ লিটনসহ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বারপাইকা ও পশ্চিম মোল্লাপাড়া সার্বজনীন মন্দিরে উপচে পড়া ভক্ত আর আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

নেতৃবৃন্দ বিভিন্ন পুজা মন্ডপে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় মন্দির কমিটিগুলোর প থেকে দলের নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়।

পুজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,

বরিশাল জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দার, আওয়ামী লীগ নেতা ও রতœপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, রেমন ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার,

সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জল, আওয়ামী লীগ নেতা কাজী আওলাদ হোসেন, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আশীষ তপাদার, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বিভিন্ন পুজা মন্ডপে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবার পাশাপাশি অতিথীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পুজা উপলক্ষে মন্দিরগুলোর আশপাশ এলাকায় বসেছিল দোকানপাটের মেলা। পুজা আঙ্গিনায় সারারাত ব্যাপী বিভিন্ন শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসংগতঃ ১৬৩টি মন্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠেয় পুজার মধ্য দিয়ে বরিশাল বিভাগ তথা দেশের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হলো আগৈলঝাড়া উপজেলায়।

About admin

Check Also

হিট স্ট্রোক প্রতিরোধে খাবার স্যালাইন বিতরণ

হিট স্ট্রোক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে গণসচেতনতা বৃদ্ধি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *