Breaking News
Home / সারাদেশ / গণতন্ত্রের হ’ত্যাকারীরা আবার এখন গণতন্ত্রের কথা বলেন: আবুল হাসানাত এমপি

গণতন্ত্রের হ’ত্যাকারীরা আবার এখন গণতন্ত্রের কথা বলেন: আবুল হাসানাত এমপি

মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো, সেই হত্যাকারীর দলের দোসররা এখন আবার আমাদের গনতন্ত্রের কথা শোনায়।

দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নির্ভিঘ্নে সভা সমাবেশ করতে পারছে। কিন্তু বিগত জোট সরকারের আমলে আওয়ামী লীগের সমাবেশে তারা গ্রেনেড হামলা করেছিলো।

রবিবার বেলা এগারটায় জেলার গৌরনদী উপজেলার ৮৪৮ জন মুক্তিযোদ্ধাদের মাঝে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা আজ সম্মানিত।

তাই সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া প্রমূখ।

About admin

Check Also

স্কুলের ভবন নির্মানে শিক্ষা কর্মকর্তার তিন লাখ টাকা ঘুষ দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে উপজেলা সহকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *