Breaking News
Home / খেলাধুলা / বাংলাদেশ-ভারতের ম্যাচে যাদের আস্কারায় এমন আম্পায়ারিং তাদের সবফাস করলেন: লয়েড

বাংলাদেশ-ভারতের ম্যাচে যাদের আস্কারায় এমন আম্পায়ারিং তাদের সবফাস করলেন: লয়েড

বাংলাদেশ-ভারতের ম্যাচে যাদের আস্কারায় এমন আম্পায়ারিং তাদের সবফাস করলেন: লয়েড

বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের কারণে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে। বাংলাদেশের ৫ রানের পরাজয়ের ম্যাচে ফেইক ফিল্ডিং এড়িয়ে যাওয়া,

মাঠ ভেজা অবস্থায় খেলা শুরু করা, ভারতীয়দের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো ঘটনায় প্রশ্ন উঠেছে আম্পায়ারিংয়ের মান নিয়েও।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও প্রখ্যাত ধারাভাষ্যকার ডেভিড লয়েড মনে করেন, আইসিসির প্রশ্রয় পেয়েই আম্পায়াররা এমন সব সিদ্ধান্ত দিচ্ছেন যা বিতর্কের সৃষ্টি করছে।

এছাড়া আইসিসির ভারত প্রীতির সমালোচনা করে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির দেওয়া বক্তব্যকে সমর্থন জানিয়েছেন লয়েড।

নিজের টুইটার অ্যাকাউন্টে এক ভক্তের প্রশ্ন করেছিলেন, প্রযুক্তিই কি আম্পায়ারদের এত নির্ভার আর নিষ্ক্রিয় করে ফেলেছে? জবাবে লয়েড বলেন, ‘আইসিসির নির্দেশনাই তাদের নিষ্ক্রিয় করেছে।


আফ্রিদি দাবি করেছিলেন, আইসিসি স্পষ্টভাবেই ভারতকে খেলার মধ্যে সুবিধা দিচ্ছে। সে প্রসঙ্গে লয়েড জানান, ‘এটা বেশ শক্তিশালী বক্তব্য।’ এছাড়া মুখ খুলেছেন আম্পায়ারিংয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রভাব নিয়েও।

বিরাট কোহলি যেভাবে চেয়ে চেয়ে ওয়াইড-নো বল আদায় করে নিচ্ছিলেন, তা উচিৎ নয় বলে মনে করেন লয়েড। তিনি বলেন, ‘সে এটা করতে পারে না, এটা আইনে নেই।

তথ্যসংগ্রহ: bdcrictime

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *