Breaking News
Home / খেলাধুলা / দীর্ঘদিন পরে ফিরলেন অভিজ্ঞ ক্রিকেটার, দিলেন নতুন বার্তা

দীর্ঘদিন পরে ফিরলেন অভিজ্ঞ ক্রিকেটার, দিলেন নতুন বার্তা

দীর্ঘদিন পরে ফিরলেন অভিজ্ঞ ক্রিকেটার, দিলেন নতুন বার্তা

মাঠ কাঁপানো পেসার রুবেল হোসেন দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ লাল-সবুজের জার্সি গায়ে খেলেছেন।

সামনেই বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট, বিপিএল ও ডিপিএল। মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেকে প্রস্তুত করছেন রুবেল।

৩৩ বছর ছুঁই ছুঁই এই পেসার এখনও জাতীয় দলের স্বপ্ন দেখেন। পারফর্ম করে দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই পেসার।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খুব কাছেও গিয়েও হেরেছে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে লড়াইটা জমাতে পারেনি টাইগাররা।

বাংলাদেশের দুই পরাজয়ের ভেন্যুটা রুবেলের কাছে খুব স্বরণীয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক রুবেল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তাইতো অ্যাডিলেডে আবারও নামার সুযোগ হয়নি। সেটা নিয়ে আক্ষেপ নেই রুবেলের কণ্ঠে। 

বিডিক্রিকটাইমকে এই পেসার বলেন, “এখানে তো নিজের থাকার কোনো ব্যাপার না। একটা দল চলে গেছে, ওরা ভালো খেলছে। এখন যে পেস বোলার আছে, সবাই সামর্থ্যবান।

সবাই ভালো করছে। আমাকে তারা মনে করেনি, আমার প্রশ্নটা কিন্তু এখানেই ক্লোজ।”দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল এখনই হাল ছাড়ছেন না।

টেস্ট ফরম্যাটকে বিদায় বলা এই পেসার দলে ফিরতে নিজের পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিচ্ছেন। রুবেল বলেন, “(জাতীয় ফেরার স্বপ্ন) কেন দেখব না? জাতীয় দল কারো নিজস্ব সম্পত্তি না।

বাংলাদেশ জাতীয় দল একটা আবেগের জায়গা। এখানে সবাই খেলার স্বপ্ন দেখে। আমি যদি পারফর্ম করি, অবশ্যই আমাকে নেবে।

তারপরও ভাগ্যবান, দুর্ভাগ্যবান বলে কথা থাকে। এইটাই আরকি।” ৩৩ বছর ছুঁই ছুঁই পেসার রুবেল হোসেন এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন।

পারফর্ম করে দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই পেসার।

তথ্যসংগ্রহ: bdcrictime

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *