Breaking News
Home / খেলাধুলা / বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের নাম চূড়ান্ত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের নাম চূড়ান্ত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের নাম চূড়ান্ত

আগেই জানা গিয়েছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীধরন শ্রীরাম। এরপর প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের পর সেই ধারণা বাস্তবে রূপ নিচ্ছিল।

এবার সেটি হতে যাচ্ছে। বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে গতকাল ঢাকায় এসেছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। গত বছর আগস্টে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীরাম।

তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছিল নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিদায়ের পরেও বাংলাদেশের দলের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।

এই সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীরামের কাজে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন।

সাকিব আল হাসান শ্রীরামকে পরামর্শক হিসেবে পেতে চাইছেন লম্বা সময়ের জন্য। এজন্য শ্রীরামকে নিয়োগ দিতে বিসিবিরও কোনো আপত্তি নেই।

তাই সাকিবের চাওয়াকে গুরুত্ব সহকারে দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হতে যাচ্ছেন শ্রীধরন শ্রীরাম।

জানা গেছে, এবার শ্রীরামের সঙ্গে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বিসিবি। গতকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে শ্রীরামকে।

সেখানে বিসিবি প্রধান নাজমুল হাসান উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন সেখানে। আজ শ্রীরামের ভারত ফিরে যাওয়ার কথা।

শ্রীরামের অধীনে বাংলাদেশ দল ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টিতে জিতেছে, বাকি ৯টিতে হেরেছে। তাঁর কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি ম্যাচ জিতেছে।

তথ্যসংগ্রহ: BanglawashCricket

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *