Breaking News
Home / সারাদেশ / বরিশালে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বরিশালে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

বাংলাদেশে রয়েছে সব ধর্মের সম্প্রীতির চমৎকার উদাহরণ। বরিশালে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম বার,

জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক প্রমুখ। সভায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালিত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাশ। নির্বাচন মানবোনা, নির্বাচন কমিশনের অধীনে কোন ভোট মানবোনা। তিনি আরও বলেন, নতুন করে সংবিধানের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ১০ দফা দাবীতে বুধবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি চলাকালীন সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান এসব কথা বলেছেন। গণঅবস্থান কর্মসূচিতে বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একইদিন সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রাজনৈতিক কারনে বন্দিদের অবিলম্বে মুক্তি, হামলা, মামলা, গুম ও খুন বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, গণঅধিকার পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।####

বরিশালে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ
জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের মাঠে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
নগদ এর সহযোগীতায় জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক পিপিএম, নগদ লিমিটেডের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক লেঃ কর্নেল (অব.) মো. কাওসার শওকত আলী, অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম পিপিএম, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ। টুর্নামেন্টে ছয় জেলার ছয়টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস্যদের একটিসহ মোট সাতটি দল অংশগ্রহন করেন।#####

About admin

Check Also

চতুর্থবারেরমত শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু

অপরাজিতাদের শুভাকাঙ্খী ও সহযোগিতা করায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার পেয়েছেন গৌরনদী উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *