Breaking News
Home / খেলাধুলা / হঠাৎ বিশেষ বৈঠক বিপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত

হঠাৎ বিশেষ বৈঠক বিপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত

হঠাৎ বিশেষ বৈঠক বিপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত

গত ৬ জানুয়ারি শুরু হয়েছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর ৯ম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে ৮ টি ম্যাচ।

ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল গেছে চট্টগ্রামে। এর মধ্যে আজ (১২ জানুয়ারি) বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি পরিচালকরা আলোচনা সভায় বসেন।

সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

শেখ সোহেল জানান টুর্নামেন্ট সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিল উপস্থিত বিসিবি পরিচালকদের অবহিত করেছে, হয়েছে মত বিনিময়ও।

ভুল-ত্রুটি সামলে সফলভাবে বিপিএল এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে বদ্ধপরিকর তারা। শেখ সোহেল বলেন, ‘আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি।

কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি।’

‘একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি।

আমরা চেষ্টা করবো এবারেও আগের মত সফলভাবে এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করবো আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন।’

শেখ সোহেলকে প্রশ্ন করা হয় বিপিএলে সমাপনী কোন অনুষ্ঠান থাকবে কিনা। উত্তরে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বলেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে থাকবে চমক।

‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে’তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *