Breaking News
Home / খেলাধুলা / এবার সাকিবের চাওয়ায় ফিরছেন ইমরুল কায়েস

এবার সাকিবের চাওয়ায় ফিরছেন ইমরুল কায়েস

এবার সাকিবের চাওয়ায় ফিরছেন ইমরুল কায়েস

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁহাতি এই ব্যাটার। সাকিব আল হাসানের চাওয়াতেই মোহামেডানের হয়ে খেলবেন তিনি।

আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্টে শুরুর আগে চলছে ডিপিএলের দল-বদল।

যেখানে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড বানাতে শুরু করেছে দলগুলো। সবশেষ আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা ইমরুলকে দেখা যাবে মোহামেডানের জার্সিতে।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘আমি মোহামেডানে খেলছি ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং আমাদের দলে যারা যারা আছে সবাই ভালো খেলোয়াড়।

আশা করি এবছর মোহামেডান ভালো করবে, এটা সবার লক্ষ্য আমাদের।’ডিপিএলের সবশেষ আসরে মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব।

তবে তার দল সুপার লিগে উঠতে না পারায় লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবারের মৌসুমে মোহামেডানের হয়েই খেলবেন সাকিব।

নিজে খেলার পাশাপাশি ইমরুলকেও দলে টেনেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মোহামেডানের হয়ে খেলতে ইমরুলকে ফোন দিয়েছিলেন সাকিব।

গত বছরও খেলতে বলেছিলেন বলে জানান ইমরুল। তবে শেখ জামালের সঙ্গে চুক্তি থাকায় সবশেষ মৌসুমে মোহামেডানের হয়ে খেলা হয়নি তার। ইমরুল বলেন, ‘ সাকিব আমাকে ফোন দিয়েছিল খেলার জন্য,

বলেছিল যে খেলতে। গত বছরও বলেছিল কিন্তু আমি শেখ জামালের প্রতি দায়বদ্ধ ছিলাম তো যেতে পারি নাই। আগেই বলেছিল পরে আমি বলেছি ঠিক আছে।’

কদিন আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জেতান ইমরুল। ডিপিএলের সবশেষ মৌসুমে শিরোপা জিতেছেন শেখ জামালের হয়ে।

লম্বা সময় ধরে ট্রফি জিততে না পারা মোহামেডানের খরা কাটবে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল ইমরুলের কাছে।

অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘এটা বলা কঠিন (মোহামেডান শিরোপা খরা কাটাবে কিনা)। এখনও খেলাই শুরু হয়নি, খেলাটা শুরু হোক, দল এক জায়গায় হোক।

সবাই এক জায়গায় হওয়ার পর পরিকল্পনা করো যাবে আমাদের লক্ষ্যটা কি। গত বছর মোহামেডান ভালো দল করেছিল কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি,

সুপার লিগও খেলতে পারেনি। এ বছর আমাদের প্রথম লক্ষ্য সুপার লিগ খেলা। তার বাকিটা দেখা যাবে।

About admin

Check Also

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম

বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন? এলো যাদের নাম চলতি বছরেই ভারতে হবে ক্রিকেটের সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *