Breaking News
Home / সারাদেশ / কোটালীপাড়ায় ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কোটালীপাড়ায় ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবারকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫শ কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ২২শ কৃষকের মাঝে ৫কেজি করে আউশ ধানের বীজ এবং ২০কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. কাদের সরদার প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, কৃষাণী নাজমিন খানম বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসণ কর্মসূচির আওতায় কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

About admin

Check Also

স্কুলের ভবন নির্মানে শিক্ষা কর্মকর্তার তিন লাখ টাকা ঘুষ দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে উপজেলা সহকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *