Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় আওয়ামী লীগের যৌথসভা, একাধিক প্রস্তাবনা গ্রহন

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের যৌথসভা, একাধিক প্রস্তাবনা গ্রহন

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথসভা শনিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সাংগঠনিক কৌশল গ্রহন, উপজেলা দলীয় কার্যালয়ের জন্য বহুতল আধুনিক নতুন ভবন নির্মাণ, বিভিন্ন সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও প্রতি মাসে দুটি সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে যৌথ সভায় উপরউল্লেখিত এজেন্ডা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সভায় সর্বসম্মতিক্রমে দলীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রস্তাব গ্রহন করে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহকে প্রধান পৃষ্ঠপোষক করে তিন সদস্য কমিটি গঠন এবং

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনকে ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করে ১১সদস্য বিশিষ্ট দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। বাস্তবায়ন কমিটির অপর সদস্যরা হলেন রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, লিয়াকত আলী হাওলাদার, এসএম হেমায়েত উদ্দিন, বিপুল দাস, রফিক তালুকদার ও সহিদুল ইসলাম পাইক।

যৌথ সভায় উন্মুক্ত আলোচনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
দলের যৌথ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হয়েছেন এসএম হেমায়েত উদ্দিন, মো. রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার, মাইকেল মালাকার।

যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কাশেম সরদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক এআর ফারুক বক্তিয়ার,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, শ্রম সম্পাদক মো. সবুজ আকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ হোসেন, অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, কোষাধ্য পুলিন চন্দ্র বাড়ৈ।

উপদেষ্টা মন্ডলীর সদস্য জসীম সরদার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ সদস্য সদস্য সোহরাব হোসেন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মিয়া,

মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, রনজিৎ বাড়ৈ খোকন, রাধেশ্যাম গাইন, হালিমুজ্জামান হালিম, ইউনুস আলী মিয়া, বজলুল হক হাওলাদার, সৈয়দ আশরাফ আলী, রমেশ অধিকারী, হরে কৃষ্ণ হালদার, মো. মুরাদ সিকদার, আবু হানিফ সরদার, শফিকুল ইসলাম শকুল, এ্যাডভোকেট রনজিৎ সসমদ্দার, অনিমা রানী নাগ, মো. নান্না শরীফ, তোফাজ্জল হোসেন তোতা, আব্দুল হালিম শাহ, লিলি রানী হাওলাদার

যুবলীগের সভাপতি কামরুজ্জামন সেরনিয়াবাত আজাদ, সম্পাদক সহিদ তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার,

সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপিত মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, কলেজ ছাত্রলীগ সাধার সম্পাদক সৌরভ মোল্লাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

About admin

Check Also

আগৈলঝাড়ায় ধানকাটা কাঁচি দিয়ে কুপিয়ে এক জনকে গুরুতর জখম

বরিশালের আগৈলঝাড়ায় মাঠে ধান কাটতে যাবার সময়ে ধানকাটা কাঁচি দিয়ে এক জনকে কুপিয়ে গুরুতর জখম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *