Breaking News
Home / বাংলা হেল্‌থ / গৌরনদীর দুই বোনের কৃতিত্ব অর্জন

গৌরনদীর দুই বোনের কৃতিত্ব অর্জন

জাতীয় শিক্ষা ২০২৩ উপলক্ষে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগীতায় বরিশালের গৌরনদীর প্রনামি পোদ্দার ও তার ছোট বোন প্রিয়ন্তি পোদ্দার বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীতে কৃতিত্ব অর্জন করেছে।

উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগীতায় প্রনামি পোদ্দার খ গ্রুপে ও প্রিয়ন্তি পোদ্দার ক গ্রুপে প্রথমস্থান লাভ করে।

পরবর্তীতে শনিবার বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান ও প্রিয়ন্তি পোদ্দার দ্বিতীয় স্থান অর্জন করে।

শেষে বিজয়ী হিসেবে স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করেন বিভাগীয় জাতীয় শিক্ষা ২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল বরিশালের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার ও প্রিয়ন্তি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের সন্তান।

About admin

Check Also

২০বছর পর ভেগাই হালদার পাবলিক একাডেমীর পুকুর ব্যবহারে উদ্যোগেী প্রশাসন

দীর্ঘ ২০বছর পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর মালিকানাধীন ঘাটলা বাঁধানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *