Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় আ. লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়ায় আ. লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব শতবর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে স্মরণাতীত নেতা কর্মীদের সমন্বয়ে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুরে ধরে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার,

সাধারণ সম্পাদক ঝরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যন আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটুসহ মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে আটক থাকার পর ১৯৭২সালের ১০জানুয়ারি স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ীর বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন।

About admin

Check Also

স্কুলের ভবন নির্মানে শিক্ষা কর্মকর্তার তিন লাখ টাকা ঘুষ দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে উপজেলা সহকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *