Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে নবাগত বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দিন হায়দার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কাজ এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়বাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার,

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন সেমি পাকা বাড়ি পরিদর্শণ সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি পাকা বাড়ির কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসকরে সাথে জেলা ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন তাঁর সাথে ছিলেন।

‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের “ক” তফসীলভুক্ত ২শতক জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ওই জায়গার উপর প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১লাখ ৭১হাজার টাকা ব্যয়ে ৩৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ চলছে আগৈলঝাড়ায়। এর আগে দুপুরে জেলা প্রশাসক গৌরনদী উপজেলা প্রশাসসের সাথে মতবিনিময় সভা করেন।

About admin

Check Also

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *