Breaking News
Home / অন্যান্য / এএসআইয়ের ঘু’ষ নেয়ার ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

এএসআইয়ের ঘু’ষ নেয়ার ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

রাজশাহীতে এএসআইয়ের ঘু’ষ নেয়ার ভিডিও ভাইরাল (ভিডিও সহ)

রাজশাহীর তাহেরপুর পুলিশ ফাঁ’ড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদের প্রকাশ্যে ঘুষগ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ঘটনায় বুধবার জে’লা পুলিশ কর্তৃপক্ষ তাকে লাইনে ক্লোজ করে সাময়িক বরখাস্ত করেছেন। এদিকে এএসআই

এএসআই হারুনের চাঁ’দাবাজি, মি’থ্যা মা’মলায় ফাঁ’সানোর ভ’য় দেখিয়ে টাকা আদায়, আ’টকবাণিজ্য ও মা’দকবাণিজ্যে তার সম্পৃক্ততার অনেক কাহিনী বের হয়ে আসছে।

তবে টাকা গুনে প্রকাশ্যে ঘুষ নেয়ার ভিডিওটি লকডাউন সময়ের বলে জানা গেছে। লকডাউনে দোকানপাট

স্থানীয়দের অ’ভিযোগ, লকডাউনের সময়ে বাগমা’রার সাজুড়িয়া গ্রামের মা’দক ব্যবসায়ী লেদ আজাদকে হেরোইন ও ইয়াবাসহ আ’টক করে এএসআই হারুন

মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেন। রামরামা হাজরাপুকুর গ্রামের সুবদের ছেলে গাঁ’জা ব্যবসায়ী সনাতন দাসকে মা’দকসহ আ’টকের পর টাকা নিয়ে ছেড়ে দেন এবং আ’টক গাঁ’জা হারুন আরেক মা’দক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

স্থানীয়রা অ’ভিযোগে আরও জানান, তাহেরপুরের পার্শবর্তী পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ইমন নামে এক ছাত্রকে ১০টি ইয়াবা দিয়ে সাজানো মা’মলায় চালান করেন হারুন।

ইমনের পরিবারের অ’ভিযোগ, পারিবারিক ক’লহের জেরে প্রতিপক্ষ এএসআই হারুনকে টাকা দিয়ে এই কাজ করায়।

ভু’ক্তভোগীরা বল

ছেন, এএসআই হারুণের মূল কাজই ছিল দোকানে দোকানে চাঁ’দাবাজি করা আর মা’দক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ক’রোনাকালে লকডাউনের সময় তাহেরপুর বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে ৩ হাজার টাকা চাঁ’দা দাবি করেন এএসআই হারুন।

জল’ন্ত সিগারেট মুখে রেখে সে দোকানদারের সঙ্গে দরদারের পর দুই হাজার টাকা ঠিক হয়। পরে টাকা গুণে দেখে সে আরও এক হাজার টাকা দাবি করেন। পুরো টাকা নিয়েই সে এক পর্যায়ে দোকান ত্যাগ করেন।

বি’ষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বি’ষয়টি নজরে আসার

পুলিশ সুপারের নির্দেশে তাহেরপুর ফাঁ’ড়ি থেকে এএসআই হারুনকে লাইনে ক্লোজ করা হয়েছে। তার বি’ষয়ে ত’দন্ত শুরু হয়েছে।

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *