Breaking News
Home / অন্যান্য / সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে আ’টক

সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে আ’টক

সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট সেনাবাহিনীর হাতে আ’টক

মিয়ানমার ক্ষ’মতাসীন দলের প্রধান অং সান সু চিকে আ’টক করেছে সেনাবাহিনী। এছাড়াও দেশের প্রেসিডেন্ট উইন মি’ন্টসহ কয়েকজন নেতাকে আ’টক করা হয়েছে।

সোমবার সকালে (০১ ফেব্রুয়ারি) তাদের আ’টক করা হয় বলে ন্যাশনাল লীগ ফর ডেমো’ক্রে’সির (এনএলডি) এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

বিবিসি জানিয়েছে, এই ঘটনা এমন সময় ঘটছে যখন মিয়ানমারে একটি সামরিক অ’ভ্যু’ত্থানের স’ম্ভাবনা নিয়ে আশ’ঙ্কা দেখা দিয়েছে।

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সং’খ্যাগরি’ষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভি’যোগ তোলে।

সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

এনএলডির মুখপাত্র মিও নিয়ু’ন্ট ফোনে রয়টা’র্সকে বলেন, ‘সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ অন্য নেতাদের খুব সকালে ‘‘তুলে নিয়ে’’ যাওয়া হয়।’

তিনি বলেন, আমি দলের নেতাকর্মীদের বলবো আপনারা খুব তাড়াতাড়ি এর প্রতিক্রিয়া দেখাবেন না। আমি চাই আপনারা আইন মেনে চলুন।’ নিজে আ’টকের বিষয়েও আশ’ঙ্কা প্রকাশ করেন এই নেতা। এরপর আর তার স’ঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য জানার চেষ্টা করা হলে তাদের কোনো মুখপাত্র ফোন ধরেননি। এদিকে, সকালে মিয়ানমারের রাজধানী নাইপিদোতে কোনো ফোন সংযোগ পাওয়া যায়নি।

একজন প্রত্য’ক্ষদর্শী বলেন, ‘দেশের প্রধান শহর ইয়াং’গুনের সিটি হলের সামনে সেনা মোতায়েন করা হয়েছে।’

এনএলডির এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সু চি ও প্রেসিডেন্টের সঙ্গে যাদের আ’টক করা হয়েছে তাদের মধ্যে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হান থার মিন্ট রয়েছেন।’

About admin

Check Also

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য

কেকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিললো এক অবিশ্বাস্য তথ্য গায়ক কেকে-র মৃত্যু ‘অস্বাভাবিক’ পরিস্থিতিতে হয়নি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *